বাংলাদেশ

লাউয়াছড়ায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারে আরও ২-৩ ঘণ্টা লাগবে

সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনচ্যুত ‘উদয়ন এক্সপ্রেস’। ছবি: মিন্টু দেশোয়ারা/স্টার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্দরনগরী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেসের লাইনচ্যুত ইঞ্জিন ও ২টি বগি উদ্ধার হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানান।

তিনি বলেন, 'উদ্ধারকারী ইঞ্জিন চলে এসেছে। গাছগুলো কেটে সরানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার হতে হতে দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেজে যেতে পারে।'

এর আগে আজ ভোর ৫টায় এই দুর্ঘটনা ঘটে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনচ্যুত ‘উদয়ন এক্সপ্রেস’। ছবি: মিন্টু দেশোয়ারা/স্টার

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'রাতে ঝড়ে লাউয়াছড়া উদ্যানের একটি বড় গাছ ভেঙে রেল লাইনের ওপরে পড়ে যায়। ভোর ৫টার দিকে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়।'

এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

এ ঘটনায় আপাতত সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে।

Comments