লাউয়াছড়ায় উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

‘রাতে ঝড়ে লাউয়াছড়া উদ্যানের একটি বড় গাছ ভেঙে রেল লাইনের উপরে পরে যায়। ভোর ৫টার দিকে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২ টি বগি লাইনচ্যুত হয়।’
ট্রেন লাইনচ্যুত
লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনচ্যুত ‘উদয়ন এক্সপ্রেস’। ছবি: সংগৃহীত

বন্দরনগরী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনচ্যুত হয়েছে।

আজ শনিবার ভোর ৫টায় এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে ঝড়ে লাউয়াছড়া উদ্যানের একটি বড় গাছ ভেঙে রেল লাইনের উপরে পরে যায়। ভোর ৫টার দিকে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২ টি বগি লাইনচ্যুত হয়।'

ট্রেন লাইনচ্যুত
লাইনচ্যুত উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন। ছবি: সংগৃহীত

'এ ঘটনায় কোনো হতাহত নেই' উল্লেখ করে তিনি আরও বলেন, 'লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।'

এ ঘটনায় আপাতত সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে।

Comments