১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ শুরু

লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনচ্যুত উদয়ন এক্সপ্রেসের বগি উদ্ধারকারী ট্রেনের ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়। ছবি: মিন্টু দেশোয়ারা/স্টার

সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি ও ইঞ্জিন উদ্ধার কাজ শেষে ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে।

ভানুগাছ স্টেশনের মাস্টার কবির আহমেদ জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া পার হয়েছে।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বগিগুলো শ্রীমঙ্গলে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইঞ্জিনটি আপাতত রেললাইনের পাশেই সরিয়ে রাখা হয়েছে।

চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়। রেললাইনের ওপর ভেঙে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, রেললাইনের ওপর পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগেই এ দুর্ঘটনা ঘটেছে।

Comments

The Daily Star  | English

BNP shutting down Nagar Bhaban to realise demands by force: Asif Mahmud

Supporters of Ishraque today announced they would continue their sit-in tomorrow from 10:00am to 5:00pm

Now