বগুড়ায় মামলা-গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ বিএনপির

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বগুড়া শহরের নবাববাড়ি এলাকায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব লিখিত অভিযোগ করেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী আজগর তালুকদার হেনা।
বিএনপি, বগুড়া, গ্রেপ্তার,
বগুড়া শহরের নবাববাড়ি এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী আজগর তালুকদার হেনা। ছবি: সংগৃহীত

বগুড়া জেলা বিএনপির অভিযোগ, কোনো মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এমন কী গায়েবি মামলায় জামিনে থাকা নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে বগুড়াতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।  

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বগুড়া শহরের নবাববাড়ি এলাকায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব লিখিত অভিযোগ করেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী আজগর তালুকদার হেনা।

তিনি বলেন, 'উচ্চ আদালতের অধীনস্থ ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলা, নির্বিচারে গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং বন্ধসহ ১০ দফা দাবিতে আগামীকাল বগুড়া জেলা বিএনপির একটি জনসমাবেশ আছে। সেই জনসমাবেশ বানচাল করতে সরকারের মদদে পুলিশ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিনা মামলা এবং ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করছে।'

তিনি অভিযোগ করেন, 'গত রাতে শতশত নেতাকর্মীর বাড়িতে তল্লাশি করে অনেকে গ্রেপ্তার করেছে পুলিশ।'

'আমাদের নেতাকর্মীদের ওপর যেসব গায়েবি মামলা করা হয়েছে, সেই মামলায় তারা জামিনে থাকা সত্ত্বেও গণগ্রেপ্তার করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই জ্ঞাপন এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করছি। একইসঙ্গে বগুড়া প্রশাসনকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আগামীকালের শান্তিপূর্ণ জনসমাবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় বগুড়ার প্রশাসনকে নিতে হবে।'

জেলা বিএনপির অভিযোগের বিষয়ে চাইলে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা আগামীকাল বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করছি না। গত কয়েকদিন ধরে বগুড়াতে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। সম্প্রতি বগুড়ায় কয়েকটি মার্ডারের ঘটনা ঘটেছে। এজন্য যাদের বিরুদ্ধে মামলা আছে, নাশকতা করতে পারে এমন অপরাধীদের আমরা এই বিশেষ অভিযানে গ্রেপ্তার করছি।'

বিনা মামলায় বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গত রাতে বিএনপির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ নিয়ে পুলিশ সুপার বলেন, 'বিএনপির দাবি আমরা খতিয়ে দেখব যে, কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে কী না।'

Comments