বাসের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাসচালক আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
দুর্ঘটনা কবলিত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়ি। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়ির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

আজ শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে বিজয়নগর উপজেলাধীন রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনাকবলিত গাড়িটিতে ডেপুটি হাইকমিশনার মালিক কামার আব্বাসসহ তার পরিবারের সদস্যরা ছিলেন। তাদের বহনকারী গাড়ির সামনের অংশ থেতলে গেলেও, কোনো হতাহত হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার, তার স্ত্রী, ছেলে ও মেয়ে তাদের ব্যক্তিগত গাড়িতে মৌলভীবাজার যাচ্ছিলেন। ডেপুটি হাইকমিশনার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তারা বিজয়নগরের রামপুর সেতুর উত্তর পাশে পৌঁছালে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাদের গাড়িটিকে সামনে থেকে ধাক্কা দেয়।'

এতে গাড়িটির বাম পাশে সামনের অংশ থেতলে গেলেও কেউ হতাহত হননি বলে জানান ওসি। 

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ বাস ও চালককে আটক করেছে। 

আটক মো. সাইফুল ইসলামের (৩০) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। 

ওসি আকুল চন্দ্র বিশ্বাস আরও জানান, দুর্ঘটনায় ডেপুটি হাইকমিশনারের গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ায়, একটি গাড়ি ভাড়া করে তাদের মৌলভীবাজার পাঠানো হয়েছে। 

Comments