বিদেশি বোলিং কোচ পেল নারী দল

বিসিবির নারী উইংসের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল আগের দিনই দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, একজন লঙ্কান বোলিং কোচ  নিচ্ছেন তারা। সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ৪৬ বছর বয়েসী দিনুকা শিগগিরই যোগ দেবেন কাজে।
Dinuka Hettiarachchi

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ঢেলে সাজাতে নতুন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। প্রধান কোচ হাশান তিলকরত্নের পাশাপাশি বোলিং কোচও একজন শ্রীলঙ্কান। লঙ্কান সাবেক ক্রিকেটার দিনুকা হেটিয়ারাচ্চি যুক্ত হচ্ছেন নিগার সুলতানা জ্যোতিদের দলে।

বিসিবির নারী উইংসের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল আগের দিনই দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, একজন লঙ্কান বোলিং কোচ  নিচ্ছেন তারা। সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ৪৬ বছর বয়েসী দিনুকা শিগগিরই যোগ দেবেন কাজে।

২০০১ সালে শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট খেলেন দিনুকা। ওই একটি ম্যাচেই সীমাবদ্ধ তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ২৩৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা দিনুকা পরে কোচিং পেশায় যুক্ত হয়ে যান।

এর আগে একমাত্র নির্বাচকের পদ থেকে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সরিয়ে দেওয়া হয়।  তার বিরুদ্ধে খেলোয়াড়দের নানান অভিযোগ ছিল। দল নির্বাচনেও স্বেচ্ছাচারিতা করতেন বলে কয়েকদিন ধরেই প্রশ্নবিদ্ধ হয় মঞ্জুর পদ। তার জায়গায় নির্বাচক হিসেবে নিয়োগ পাচ্ছেন সাবেক জাতীয় ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন ও সজল আহমেদ চৌধুরী।

শফিউল জানান, জাতীয় দলের পাইপ লাইন মজবুত করতে গেম ডেভোলাপমেন্টে দেশের দুই অভিজ্ঞ কোচ ওয়াহিদুল গনি ও দীপু রায় চৌধুরীকে নিয়োগ দেওয়া হচ্ছে।

Comments