জ্বালানি তেলে সরাসরি কোনো ভর্তুকি নেই: নসরুল হামিদ

নসরুল হামিদ
নসরুল হামিদ। ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার জ্বালানি তেলে সরাসরি কোনো ভর্তুকি দেয় না।

আজ বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, 'ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ২০২১-২২ অর্থবছরে বিপিসি প্রায় ২ হাজার ৭০৫ কোটি টাকা লোকসান করেছে। এরপর সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করে।'

'সরকারের কাছ থেকে কোনো ভর্তুকি না নিয়ে বিপিসি আগের মুনাফা থেকে এই লোকসান বহন করেছে,' বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ২০২২-২৩ অর্থ বছরেও বিপিসির লোকসানের আশঙ্কা আছে। এই অর্থবছরেও বিপিসি সরকারের কাছ থেকে কোনো ভর্তুকি পায়নি।'

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, 'গ্যাস খাতের উন্নয়নে গত ১৪ বছরে ৭টি বিদেশি কোম্পানি বাংলাদেশে ৩ হাজার ৪৮৩ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

7h ago