বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকায় নাগরিক সমাবেশ-মানববন্ধন

ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বারোগ্রাম উন্নয়ন সংস্থা, বারোগ্রাম বালু নদী মোর্চা ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর যৌথ উদ্যোগে রাজধানীতে নাগরিক সমাবেশ ও মানবন্ধন আয়োজিত হয়েছে।

আজ রোববার বিকেল ৫ টায় প্লাস্টিক দূষণ ও দখলের হাত থেকে নড়াই, দেবধোলাই, বালু ও শীতলক্ষ্যা নদীকে রক্ষার দাবিতে ত্রিমোহনী, খিলগাঁওয়ে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বারোগ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি মো. সুরুজ মিয়ার সভাপতিত্বে ওই নাগরিক সমাবেশ ও মানববন্ধনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ওয়াটাকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক শরীফ জামিল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বারোগ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম সরকার, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সুমন আহমেদ, মো. নাসির উদ্দিন, ইশতিয়াক আহমেদ বাবুল, আব্দুল কাইয়ুম, হাফিজুল ইসলাম ইমন, জসিম উদ্দীন ইউসুফ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, সম্পৃতি ও সৌহাদ্য ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাদ খানসহ আরও অনেকে।

শরীফ জামিল বলেন, '২০০০ সাল থেকে বারোগ্রাম এলাকার মানুষ নড়াই, দেবধোলাই, বালু ও শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত করার দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন করে আসছে। ২০২৩ সালে এসে এ সকল নদীর পানি আজ বিষাক্ত। পানিতে কোনো প্রানের অস্তিত্ব নেই।'

এই নদীগুলোর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশ ও মানববন্ধনে বারোগ্রামবাসীর প্রতি আবারও আগের মতো ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে নড়াই, দেবধোলাই, বালু ও শীতলক্ষ্যা নদীগুলোকে উদ্ধারে আহ্বান জানান তিনি।

সমাবেশে সুরুজ মিয়া বলেন, 'দাসেরকান্দি ট্রিটমেন্ট প্লান্ট করার জন্য এলাকাবাসী তাদের জমি দিয়েছে শুধু স্বচ্ছ পানি পাওয়ার আশায়। কিন্তু বর্তমান নদীর যে অবস্থা তা দেখে আমরা হতাশায় নিমজ্জিত। আমাদের দাবি নড়াই, দেবধোলাই, বালু ও শীতলক্ষ্যা নদীর পানি স্বচ্ছতা ফিরিয়া আনা হোক এবং দখল-দূষণ বন্ধ হোক।'

নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইবনুল সাইদ রানা বলেন, 'বারোগ্রামবাসী পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে। এতে আশা করা যায় আগামী দিনে সরকার বা সংশ্লিষ্ট মহল এই নড়াই, দেবধোলাই, বালু ও শীতলক্ষ্যার পানি মানুষের ব্যবহারযোগ্য পর্যায়ে নিতে ঊদ্যোগ নেবে।'

Comments

The Daily Star  | English
CAAB pilot licence irregularities Bangladesh

Regulator repeatedly ignored red flags

Time after time, the internal safety department of the Civil Aviation Authority of Bangladesh uncovered irregularities in pilot licencing and raised concerns about aviation safety, only to be overridden by the civil aviation’s higher authorities.

10h ago