দোকান থেকে নগদ টাকাসহ ব্যাটারি-আইপিএস ডাকাতি

সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার সাভারে একটি ব্যাটারি ও টায়ারের শোরুম থেকে নগদ টাকা, ব্যাটারি ও আইপিএস চুরির অভিযোগ উঠেছে।

শোরুমের মালিক মো, কায়েস অভিযোগ করেন, ডাকাতদল নগদ টাকাসহ অন্তত ২৫ লাখ টাকার ব্যাটারি এবং আইপিএস লুট করে নিয়ে যায়।

সোমবার ভোর রাতে ঢাকা-আরিচার সাভারের পাকিজা গার্মেন্টসের বিপরীত পাশে ওকে প্লাজা ভবনের নিচ তলার 'ওকে ব্যাটারি এন্ড টায়ারের শোরুমে' এ ঘটনা ঘটে।

কায়েস জানান, ভোরে মার্কেটের নিরাপত্তা কর্মীকে মারধর করে হাত-পা বাঁধে আট সদস্যের ডাকাত দল। পরে তালা ভেঙে শো-রুমে প্রবেশ করে নগদ ১০ লাখ টাকা ও ২৫ লাখ টাকার ব্যাটারি ও আইপিএস ট্রাকে লোড করে পালিয়ে যায়। যাওয়ার সময় সিসিটিভির ডিভিআর ও মনিটর নিয়ে যায় তারা। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ওটা একটা চুরির ঘটনা। সারারাত আমাদের পুলিশ সদস্যরা ডিউটিতে থাকে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে যতটুকু জানলাম ওটা চুরির ঘটনা। আমরা বিষয়টা দেখছি।

Comments