ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস-২০২২ আবেদন শুরু

ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস-২০২২’ সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বুধবার রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়ছবি : সংগৃহীত

দ্বিতীয়বারের মতো ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাওয়া কনটেন্ট ও নির্মাতাদের পুরস্কৃত করতে যাচ্ছে দ্য ডেইলি স্টার।

'ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস-২০২২' সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বুধবার রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।

এ বছর সেরা ওয়েব সিরিজ, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পীসহ মোট ২৮টি বিভাগে এ পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলোর মধ্যে ১৪টি ফিল্ম/ড্রামা/গল্প ক্যাটাগরি, সংগীত ক্যাটাগরিতে ৪টি, ৪টি সমালোচক পুরস্কার ও ৬টি ক্যাটাগরি থাকছে কনটেন্ট নির্মাতাদের জন্য।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মুক্তি পাওয়া সব ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, চলচ্চিত্রসহ ডিজিটাল কনটেন্ট থেকে শিল্পী ও কলাকুশলীদের বাছাই করে 'ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস-২০২২'-এর জন্য মনোনীত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, মিডিয়াকমের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডুসহ আরও অনেকে।

ইস্পাহানি টি লিমিটেড এবং দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে 'ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস'।

ওটিটি ও ডিজিটাল কনটেন্টের সঙ্গে যুক্তরা আগামীকাল ৮ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত https://ottdcawards.thedailystar.net/ এই ঠিকানায় মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago