বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

শুধু টিকে না থেকে সব সময়ই রানের খোঁজে থাকেন হেড

Travis Head

চতুর্থ ওভারেই উইকেট পেয়ে গিয়েছিল ভারত, দিনের শুরুটা আভাস দিচ্ছিল কঠিন কিছুর। তবে ট্রেভিস হেড আর স্টিভেন স্মিথের ব্যাটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন পুরোপুরি দাপট অস্ট্রেলিয়ার। আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি করা হেড জানালেন, বেশ ভালো উইকেটে এভাবেই চালিয়ে যেতে চান তারা।

ওভালে বুধবার প্রথম দিনের খেলা শেষে ৩ উইকেটে ৩২৭ রান করেছে অস্ট্রেলিয়া। ১৫৬ বলে ১৪৬ রান নিয়ে ক্রিজে আছেন হেড। ২২৭ বলে ৯৫ রান নিয়ে খেলছেন স্মিথ। চতুর্থ উইকেট জুটিতে দুজনে মিলে যোগ করে ফেলেছেন ২৫১ রান।

জুটিতে হেডই আগ্রাসী। ১৪৬ রানই তার, মেরেছেন ২২ চার আর ১ ছক্কা। দিনের খেলা শেষে গণমাধ্যমে আলাপে  হেড জানান যে ভাবনা মাথায় ব্যাট করেন তিনি,   'যদি রান করার অবস্থা থেকে, মারার বল থাকে। আমি রানের খোঁজে থাকি। টিকে থাকার পাশাপাশি স্কোরবোর্ড সচল রাখতে চাই। কিছু কঠিন সময় ছিল কিন্তু যখন বল মাঝ ব্যাটে লাগছিল ও বাউন্ডারির দিকে ছুটছিল এটাই আমার ইনিংসের সুর বেধে দেয়। আমি আমার মত খেলার চেষ্টা করেছি, মাঝ ব্যাটে সংযোগের চেষ্টা করেছি। মাঝের সেশনে স্কোরবোর্ড সচল ছিল তাই।'

মেঘলা আকাশ থেকে সকালে চার পেসার নিয়ে বোলিং বেছে নেয় ভারত। চতুর্থ ওভারে উসমান খাওয়াজাকে ফেরালেও এরপর সাফল্য ঘন ঘন আসেনি। থিতু হয়ে আউট হন ডেভিড ওয়ার্নার আর মারনাশ লাবুশানে।  ৭৬ রানে ৩ উইকেট পড়ার পর আর কোন বিপদ হয়নি অজিদের। বেলা বাড়ার সঙ্গে উইকেট বেশ ভালো আচরণ করেছে বলে জানান হেড, 'সকালে টস হারার পর ভেবেছিলাম দিনটা খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। যদিও রানের সংখ্যা তা বোঝাচ্ছে না। আমার মনে হচ্ছে উইকেট ভালোই আছে। প্রথম দিন গেল, চারদিন বাকি আছে। ব্যক্তিগতভাবে অবদান রাখতে পেরে খুশি।'

'আমার মনে হয় টস জিতলে আমরাই তাই করতাম। আমি এসব নিয়ে খুব সম্পৃক্ত নই তবে আগে বোলিংই নিতাম বোধহয়।'

ভারতকে শেষ দুই সেশন কোন উইকেট দেয়নি অস্ট্রেলিয়া। ৩৭০ বলের জুটিতে এই সময় রোহিত শর্মাদের হতাশ করেন স্মিথ-হেড। বাঁহাতি হেড জানালেন স্মিথের স্থির মাথা, পরিস্থিতি পড়ে নিয়ন্ত্রণ নেওয়া তাদের জুটিকে করেছে এত বড়,  'আমরা খুব বেশি কথা বলিনি। আমি সব সময় বলি স্টিভের সঙ্গে ব্যাট করা উপভোগ্য। যে অনেক বেশি নজর কাড়ে প্রতিপক্ষের। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সে। আমাদের সেরা ব্যাটার। এরকম কন্ডিশনে অবিশ্বাস্যভাবে ভালো।'

'অনেক বল তার খেলা কিংবা ছেড়ে দেওয়া আমাকে সাহায্য করেছে। আমরা একে অন্যকে ভিন্নভাবে সাহায্য করেছি। জুটিটা তাই বেশ কার্যকরভাবে এগিয়েছে।'

Comments

The Daily Star  | English
VAT changes by NBR

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

51m ago