টেস্টে দুই-স্তরের কাঠামোর ধারনায় বিরক্ত লয়েড

Clive Lloyd

রবি শাস্ত্রী, মাইকেল ভনরা টেস্ট ক্রিকেট আরও আকর্ষণীয় করতে দুই স্তরের কাঠামো করার চিন্তায় মত দিয়েছেন। তবে  ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড এই ধারণায় "বিরক্ত"। তিনি মনে করেন এমন পরিবর্তন আনা উচিত যেখানে যে ধুঁকতে থাকা দলগুলি শীর্ষ দলগুলির বিরুদ্ধে আরও বেশি খেলবে।

সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনের মতে, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড টেস্ট ক্রিকেটকে দুটি বিভাগে বিভক্ত করার জন্য আলোচনা করছে যাতে ক্রিকেটের "বিগ থ্রি" আরও বেশিবার একে অপরের বিরুদ্ধে খেলতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভারতীয় চেয়ারম্যান জয় শাহ এই মাসে অস্ট্রেলিয়ান এবং ইংলিশ বোর্ডের প্রতিনিধিদের সাথে সাক্ষাত করবেন। লয়েড এই ধারণার তীব্র সমালোচনা করেছেন, তিনি বিশ্বাস করেন এটা ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলির জন্য বিপর্যয়কর হতে পারে।

৮০ বছর বয়সী এই কিংবদন্তি খেলোয়াড় অনলাইন মিডিয়া ইন্টারেকশনে বলেন, 'আমি মনে করি এটি সেই সমস্ত দেশের জন্য ভয়াবহ হবে যারা টেস্ট স্ট্যাটাস পেতে এত কষ্ট করেছে।'

'এখন তারা নিজেদের মধ্যে নিম্ন বিভাগে খেলবে। তারা কিভাবে শীর্ষে উঠবে? যখন আপনি ভালো দলের বিরুদ্ধে খেলবেন না।'

বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২টি। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয় ৯ দল। বাকি তিন দল জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান খুব কমই টেস্ট খেলার সুযোগ পায়। দুই স্তরের কাঠামো হলে নিচের তিন দলের খেলার সুযোগ বাড়লেও নিচের স্তরে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজসহ একাধিক বড় দল।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভন প্রস্তাব দিয়েছেন ৬টি দল করে হোক একটি স্তর। থাকুক রেলিগেশন ও প্রমোশন। এতে করে সবার মধ্যে আসবে তাগিদ। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ওয়েস্ট ইন্ডিজ আছেন ৯ নম্বরে। রেলিগেশন নিয়ম থাকলে তাদের নিচের স্তরে নেমে যেতে হতো।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

7h ago