যেসব ফোনে আইওএস ১৭ ব্যবহার করা যাবে না

ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলনে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৭-সহ বেশ কিছু পণ্য ও ফিচারের ঘোষণা দিয়েছে। 

এতে ফোন, মেসেজ এবং ফেসটাইম ফিচারে বড় ধরনের পরিবর্তন আসবে বলে জানিয়েছে অ্যাপল। 

আগামী সেপ্টেম্বর মাসে আইওএস ১৭ সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। 

অ্যাপল সম্মেলনে আরও জানানো হয়েছে, এতে ব্যবহারকারীরা বেশ কিছু নতুন ফিচার দেখতে পাবেন। এই তালিকায় থাকবে কন্ট্যাক্ট পোস্টার, স্ট্যান্ডবাই, লাইভ ভয়েস মেইল, ফেইসটাইম, স্টিকার ও এয়ারড্রপসহ বেশ কিছু আপডেট। তবে সব ব্যবহারকারী এসব ফিচার ব্যবহারের সুযোগ পাবেন না বলেও জানা গেছে।   

অর্থাৎ সব মডেলের আইফোনে এই নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ থাকছে না। 

যেসব ফোনে ব্যবহার করা যাবে আইওএস ১৭

আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স আর, আইফোন এসই, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স। 

যেসব মডেলের আইফোনে ব্যবহার করা যাবে না 

আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন ৭, আইফোন ৭ প্লাস, আইফোন ৬, আইফোন ৬ প্লাসসহ আইফোন এক্স সফ্টওয়্যারের নতুন ভার্সনে আইওএস ১৭ ব্যবহার করা যাবে না। 

এর কারণ হিসেবে বলা হয়েছে, আপডেটের জন্য স্মার্টফোনকে এ১২ বায়োনিক চিপসেট বা তার পরবর্তী প্রজন্মের প্রসেসর থাকতে হবে। 

সূত্র: ম্যাশেবল ও অন্যান্য সাইট

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

8h ago