বরিশাল সিটি নির্বাচন

আ. লীগের ভোট চাওয়ার কোনো অধিকার নেই: মুফতি ফয়জুল

প্রচারণা চালাচ্ছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম। ছবি: টিটু দাস/স্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, বরিশালে ভোট চাওয়ার কোনো অধিকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেই।

আজ শনিবার শহরের কলাপট্টি এলাকায় প্রচারণার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, 'গত ৫ বছরে সরকার সম্পদ বরাদ্দের ক্ষেত্রে বরিশালকে অবহেলা করেছে। তাই সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার কোনো অধিকার নেই।'

আগের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 'সরকার তো ভোট চায় না, তারা বেআইনিভাবে তা আদায় করে নেয়।'

'তারা নির্বাচনের আগের রাতে গোপনে ব্যালট বাক্সে কারচুপি করে। যার ফলে জনগণের ভোটের অধিকার প্রয়োগ বাধাগ্রস্ত হয়', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago