উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

সিটির শিরোপা জয়ে গার্দিওলার নতুন রেকর্ড

ছবি: এএফপি

অবসান হলো ম্যানচেস্টার সিটির অপেক্ষা। ইংল্যান্ডের ঘরোয়া পর্যায়ে ধারাবাহিক সাফল্যের পর তারা পেল ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট। তাদেরকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়ে পেপ গার্দিওলা গড়লেন অনন্য কীর্তি।

শনিবার রাতে তুরস্কের ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে জিতেছে সিটি। দ্বিতীয়বারের চেষ্টায় সিটিজেনরা হয়েছে চ্যাম্পিয়ন। ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী লড়াইয়ে তারা একই ব্যবধানে হেরেছিল চেলসির কাছে।

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে এবারের মৌসুমে ট্রেবলও পূরণ করেছে সিটি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জিতেছিল তারা। এতে প্রথম কোচ হিসেবে দুবার ট্রেবল জয়ের নতুন রেকর্ড গড়েছেন গার্দিওলা। তারকা স্প্যানিশ কোচ এই কীর্তি গড়েছেন দুটি ভিন্ন ক্লাবের হয়ে। এর আগে ২০০৮-০৯ মৌসুমে স্পেনের বার্সেলোনার কোচ হিসেবে প্রথমবার ট্রেবল জিতেছিলেন তিনি।

ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জিতেছে ম্যান সিটি। এর আগে এই কীর্তি ছিল কেবল তাদের শহর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে। ১৯৯৮-৯৯ মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ঘরে তোলার পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জার্মানির বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছিল রেড ডেভিলরা।

সব মিলিয়ে ট্রেবল পূরণ করা অষ্টম ক্লাব সিটি। বার্সেলোনা ও বায়ার্নের এই কীর্তি আছে দুবার করে। একবার করে জিতেছে সেলটিক, আয়াক্স আমস্টারডাম, পিএসভি আইন্দহোফেন, ম্যান ইউনাইটেড ও ইন্টার।

তৃতীয় কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপ জয়ের নজির গড়েছেন গার্দিওলা। বাকি দুজন হলেন জিনেদিন জিদান ও বব পেইসলি। চারটি শিরোপা নিয়ে শীর্ষে অবস্থান করছেন কার্লো আনচেলত্তি।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার শিরোপা জেতা ষষ্ঠ ইংলিশ ক্লাব সিটি। এর আগে লিভারপুল (ছয়বার), ম্যানচেস্টার ইউনাইটেড (তিনবার), চেলসি (দুবার), অ্যাস্টন ভিলা (দুবার) ও নটিংহ্যাম ফরেস্ট (একবার) হয়েছিল চ্যাম্পিয়ন।

এই তালিকায় ইংল্যান্ডের অবস্থান সবার উপরে। এছাড়া, তিনটি দেশের আছে অর্ধেক সংখ্যক ক্লাবের শিরোপা। তারা হলো জার্মানি (বায়ার্ন, বরুশিয়া ডর্টমুন্ড, হামবুর্গ), ইতালি (জুভেন্তাস, এসি মিলান, ইন্টার) ও নেদারল্যান্ডস (আয়াক্স, ফেইনুর্ড রটার্ডাম, পিএসভি)।

Comments

The Daily Star  | English

Investment slump deepens

Imports of capital machinery have fallen to multi-year lows, dipping even below Covid-19 levels

6h ago