আড়াইহাজার পৌর নির্বাচন

‘নৌকায় কেন ভোট দেস নাই’ বলে মারধরের অভিযোগ ভোটারের

মারধরের ঘটনার পর র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। ছবি: স্টার

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একটি কেন্দ্রে ভোটার ও স্বতন্ত্র এক মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে৷ 

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাগেরচর মাদরাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে৷

মারধরের শিকার মোহাম্মদ কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ভোট দিয়ে বের হবার পরেই উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফ ও তার লোকজন আমার শার্টের কলার ধরে চর-থাপ্পর দিতে থাকে৷ 
আমি নাকি নৌকায় ভোট না দিয়া অন্য মার্কায় ভোট দিছি, এমনটা কেন করছি, এই বইলা মারতে থাকে৷ তারা মারতে মারতে বলে, 'নৌকায় কেন ভোট দেস নাই?' শুধু আমারে না, আরও কয়েকজনকে তারা মারছে৷'

কেন্দ্রটি পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডে৷ এই ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের বাড়ি৷ তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং সাবেক পৌর মেয়র৷

'জগ' প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নৌকার প্রার্থী সুন্দর আলী ও তার লোকজন ৫ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্র দুটি দখলে রেখেছে৷ তারা বুথের ভেতর ঢুকে জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করছে৷ বহিরাগতরা কেন্দ্রে ঢুকে ভোটারদের ভয় দেখাচ্ছে, মারধর করছে৷'

নাগেরচর মাদরাসার পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহজাহান বলেন, 'কিছু নির্বোধ এসে ঝামেলা তৈরির চেষ্টা করেছে। আমি পুলিশের সহায়তায় তাদের প্রতিহত করার চেষ্টা করেছি। দুইবার ধমক দিয়েছি। তারা কথা শোনেনি৷ আমি তখন রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।'

তবে কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ ছিল না জানিয়ে তিনি আরও বলেন, 'একটানা ঝামেলা হচ্ছে না৷ ফাঁকে ফাঁকে হচ্ছে তাই ভোট বন্ধ করার প্রয়োজন হয়নি৷'

নাগেরচরের এ কেন্দ্রটিতে বিশৃঙ্খলার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷ এ সময় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের কাছে কেন্দ্র দখল ও ভোটারদের মারধরের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান৷

জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, 'সবগুলো কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে৷ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে৷ ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে টুকটাক কথা-কাটাকাটি হয়৷ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে৷'

এ কেন্দ্রে নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পোলিং এজেন্ট মোহাম্মদ খোকন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুথে ঢুকে নৌকার এজেন্ট ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করছে৷ শুরু থেকেই এমন চলছে৷ সহকারী প্রিসাইডিং অফিসারকে বললেও কিছু করছেন না৷ ভোটের কোনো পরিবেশই নাই৷ কিছু বলতেও পারতেছি না ভয়ে৷'

জানতে চাইলে পৌরসভার বর্তমান মেয়র এবং আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী ডেইলি স্টারকে বলেন, 'আমার কোনো কর্মী বা সমর্থক এ ধরনের কোনো কাজ করেছে, এমন কোনো তথ্য পাইনি। সব জায়গায় সুন্দরভাবে নির্বাচন হচ্ছে।'

Comments

The Daily Star  | English
chief adviser yunus confirms election date

Election in February

Chief Adviser Prof Muhammad Yunus last night announced that the general election will be held before Ramadan in February 2026, kickstarting the process of handing over the power to an elected government.

2h ago