৮ বছর বিরতির পর আড়াই বছর ধরে যে সিনেমার প্রস্তুতি মাহফুজের
ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে এবারের কোরবানির ঈদের সিনেমা 'প্রহেলিকা'।
চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমায় 'মনা' চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। তার বিপরীতে আছেন শবনম বুবলি।
'মনা' চরিত্রে অভিনয়ের জন্য প্রায় আড়াই বছরের প্রস্তুতি নিয়েছেন মাহফুজ আহমেদ।
দীর্ঘ ৮ বছরের বিরতির পর তার অভিনীত নতুন সিনেমা মুক্তি পাওয়া প্রসঙ্গে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'টেলিভিশন নাটকের পাশাপাশি বড় পর্দায়ও আমার কাজের অভিজ্ঞতা আছে। প্রহেলিকা সিনেমার "মনা" চরিত্রটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এমন একটা চরিত্রে অভিনয়ের জন্য অভিনয়শিল্পীরা উন্মুখ হয়ে থাকেন।'
সিনেমার গল্প সম্পর্কে মাহফুজ বলেন, 'গল্পের ধারণা প্রকাশ করতে চাই না। তবে এটুকু বলি, যে কোনো মানুষ সারাজীবন মনের মানুষকে খুঁজে ফেরে। সেটা শেষ পর্যন্ত পায় কি না, এটা বড় একটা প্রশ্ন। সিনেমাটিতে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি আমরা।'
'প্রহেলিকা' সিনেমায় মাহফুজ আহমেদ, শবনম বুবলি ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ।
রঙ্গন মিউজিকের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
Comments