দীর্ঘ প্রতীক্ষার পর হালদায় ডিম ছাড়ছে মা মাছ

রোববার সকালে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম পান সংগ্রহকারীরা। ছবি: স্টার

দীর্ঘ প্রতীক্ষার পর আষাঢ়ের বৃষ্টি, পাহাড়ি ঢল ও বজ্রপাতের পর চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করেছে রুই জাতীয় মা মাছ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে আসা জোয়ারের পর নদীর বিভিন্ন পয়েন্টে ডিম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংগ্রহকারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, নদীর নাপিতের ঘাট, আমতুয়া ও আজিমের ঘাট এলাকা থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে।

আজিমের ঘাট এলাকায় ডিম সংগ্রহ করছেন আশু বড়ুয়া। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আশানুরূপ ডিম সংগ্রহ করতে পারছি। আবহাওয়া অনুকূল থাকলে এবার ডিমের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা আছে।'

এর আগে নমুনা ডিম ছাড়ার পর রোববার সকাল থেকে নদী তীরে জাল ও নৌকা নিয়ে প্রস্তুতি শুরু করে শত শত সংগ্রহকারী।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী ডেইলি স্টারকে বলেন, 'সংগ্রহকারীরা ডিম সংগ্রহ শুরু করেছেন। হ্যাচারিগুলো প্রস্তুত রাখা হয়েছে। আমরা নদী তীরে অবস্থান করছি।'

বাংলা সনের চৈত্র থেকে আষাঢ় মাসের মধ্যে পূর্ণিমা বা অমাবস্যার তিথিতে বজ্রসহ বৃষ্টি, পাহাড়ি ঢল নামলে হালদার মা মাছ ডিম ছাড়ে।

এর আগে গত ১৮ মে প্রথম দফা নমুনা ডিম ছাড়লেও সেবার মা মাছ পরিপূর্ণভাবে ডিম ছাড়েনি।

অন্যান্য বছরের তুলনায় এবার হালদার পানিতে লবণাক্ততা বেশি ছিল বলে মা মাছ ডিম ছাড়তে দেরি করছে বলে জানিয়েছেন গবেষকরা।

খাগড়াছড়িতে উৎপত্তি হওয়া হালদা চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী উপজেলার প্রায় ৯৮ কিলোমিটার ‍এলাকা বয়ে কর্ণফুলীতে মিশেছে।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

53m ago