জাবিতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে
স্টার অনলাইন গ্রাফিক্স

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ক্লাবের পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

দুই শিশুই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর গ্রামের বাসিন্দা। 

একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয়ের বিদ্যুৎ সহকারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান এবং অপরজন পান বিক্রেতা বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন। 

আজ বুধবার দুপুর দুপুর ৩টার দিকে তাদের পুকুর থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান মেডিকেল কর্মকর্তা ডা. রিজওয়ানুর রহমান ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে কয়েকজন শিশু গোসল করতে নামে। তাদের মধ্যে রায়হান ও মারুফ ডুবে গেলে বাকি শিশুরা পুকুরের আশেপাশে থাকা লোকজনকে জানায়। 

পরে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই শিশুকে উদ্ধার করে।

মৃত রায়হানের চাচা কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, তার ভাইয়ের ছেলে সকালে ইসলামনগর বাজারে প্রাইভেট পড়তে গিয়েছিল। পরে তারা ফুটবল খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে।

ডা. রিজওয়ানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'দুপুর সোয়া ৩টার দিকে পানিতে ডোবা ২ শিশুকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে বুঝতে পারি তারা আগেই মারা গেছে। তাদের বয়স সাত-আট বছর হবে।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

17h ago