স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কিনবে বাংলাদেশ

জাহাজে করে এলএনজি পরিবহণ করা হচ্ছে। ছবি: রয়টার্স
জাহাজে করে এলএনজি পরিবহণ করা হচ্ছে। রয়টার্স ফাইল ফটো

স্পট মার্কেট থেকে ২ কার্গো বা ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি কেনার এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে পেট্রোবাংলা স্পট মার্কেটে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে ‍দুই কার্গো এলএনজি কিনবে। প্রথম দফায় (২০২৩ সালের ১৩তম) প্রতি এমএমবিটিইউ ১২.৯৮ মার্কিন ডলার হিসাবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৫৫৭ কোটি ৭২ লক্ষ ৪৮ হাজার ৪৭৬ টাকায় আমদানির আমদানির অনুমোদন দেওয়া হয়।

সিঙ্গাপুরের একই প্রতিষ্ঠান থেকে পেট্রোবাংলা (২০২৩ সালের ১৬তম) এমএমবিটিইউ ১৩.৮৫ মার্কিন ডলার হিসাবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৫৯৫ কোটি ১০ লাখ ৭০ হাজার ২১৬ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

‘Engaging all, including Myanmar govt and Arakan Army, to resolve Rohingya crisis’

Khalilur Rahman says refugees seek a dignified return with rights restored and accountability ensured

24m ago