১ বছরে প্রায় ২৫০০ বাংলাদেশি চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ফাঁস

ছবি: সংগৃহীত

গ্লোবাল সাইবার সিকিউরিটি কোম্পানি গ্রুপ আইবির থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম জানিয়েছে, গত ১ বছরে ২ হাজার ৪৬৩ জন বাংলাদেশি চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে।

প্ল্যাটফর্মটির তথ্যানুসারে, গত ১ বছরে বিশ্বব্যাপী ১ লাখ ১ হাজার ১৩৪টি অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে। শুধু ২০২৩ সালের মে মাসেই ২৬ হাজার ৮০২টি অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।  

এশিয়া-প্যাসিফিক অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের তালিকার শীর্ষে রয়েছে। সেখানে হ্যাকাররা ৪০ হাজার ৯৯৯টি অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়েছে। এদিক থেকে ভারত আছে ১ নম্বরে। দেশটিতে ১২ হাজার ৬৩২টি অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে।  

অন্যদিকে, ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের মে মাসের মধ্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ফাঁসের দিক থেকে বাংলাদেশ দশম স্থানে রয়েছে।

অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ব্যবহারকারীদের নিয়মিত তাদের পাসওয়ার্ড আপডেট করা উচিত এবং প্ল্যাটফর্মে টু-ফ্যাক্ট অথেন্টিকেশন চালু করা উচিত।

Comments

The Daily Star  | English
NBR to become separate specialised agency

NBR officials withdraw complete shutdown programme

However, the non-cooperation programme with the NBR chairman will continue

1h ago