সৌম্যকে 'পর্যবেক্ষণ করছে' বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট

ছবি: ফিরোজ আহমেদ

আফগানিস্তানের বিপক্ষে সীমিত সংস্করণের সিরিজের আগে স্কোয়াডে না থেকেও অনুশীলনে ছিলেন সৌম্য সরকার। তাকে যথেষ্ট গুরুত্ব দিতে দেখা গেছে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। তাহলে কি শিগগিরই তিনি খেলবেন জাতীয় দলের জার্সিতে? ফেরার লড়াইয়ে থাকা বাঁহাতি টপ অর্ডার ব্যাটারকে নিয়ে এখনই কোনো মতামত দিতে নারাজ টাইগারদের সহকারী কোচ নিক পোথাস। তবে সেরা ছন্দের সৌম্যকে দেখা যে দারুণ কিছু, তা মনে করিয়ে দিলেন তিনি।

বাংলাদেশের হয়ে সৌম্য শেষবার খেলেছেন গত বছর, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে। ৩০ বছর বয়সী ক্রিকেটারকে ওয়ানডেতে দেখা গেছে আরও আগে, ২০২১ সালের মার্চে। কিন্তু মলিন পারফরম্যান্সের কারণে দুই সংস্করণেই দল থেকে বাদ পড়েছেন তিনি। এরপর ঘরোয়া পর্যায়ে ফেরার মতো কিছু করেও দেখাতে পারেননি সৌম্য। তবুও হঠাৎ করে তাকে যুক্ত করা হয়েছে অনুশীলনে। কোচ হাথুরুসিংহের আগের মেয়াদে তিনি ছিলেন টাইগারদের সেরা পারফর্মারদের একজন। তবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ধারাবাহিকতার অভাবে ভুগছেন। কয়েকবার বাদ পড়ে ফিরলেও দলে জায়গা পাকা করতে পারেননি তিনি।

ছবি: ফিরোজ আহমেদ

গত বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশের ক্যাম্প শেষ হয়েছে শনিবার। ঈদের ছুটির পর আগামী ২ জুলাই চট্টগ্রামে গিয়ে অনুশীলনে ফিরবে দল। সেখানে ৫ জুলাই থেকে শুরু হবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে শেষ দিনের অনুশীলনের পর সৌম্যকে নিয়ে নিজের ভাবনা জানান পোথাস, 'আমি তাকে নিয়ে নিশ্চিত নই। কারণ আমি অনেক আগে টিভিতে তার সেরা ফর্মটা দেখেছি। তাই এখন আমাদের জন্য এটা তাকে পর্যবেক্ষণের সময়। আমরা চাই সে নিশ্চিন্ত থাকুক এবং শুধু খেলে যাক। কারণ আমরা জানি যে তার সেরা ছন্দটা খুবই দারুণ কিছু। কিন্তু এই মুহূর্তে, আমি যেটা বললাম, আমি তাকে মাত্র তিনবার নেটে দেখেছি। মতামত দেওয়ার জন্য এটা যথেষ্ট সময় নয়। তাই তাকে পর্যবেক্ষণ করার জন্য আমাকে আরও সময় নিতে হবে।'

আগামী মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং টিমস এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ। সেই প্রতিযোগিতার জন্য সম্প্রতি ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে সৌম্যকে। জাতীয় দলে থাকাকালে বিভিন্ন পজিশনে ব্যাট করতে দেখা গেছে তাকে। অনুশীলনে গুরুত্ব পাওয়া সৌম্যর আগামীর পজিশন নিয়ে অবশ্য এখনও কিছু ভাবেনি টিম ম্যানেজমেন্ট। তবে দলে ফিরতে রান করার বিকল্প নেই, এই আপ্তবাক্য ফের স্মরণ করিয়ে দেন পোথাস, 'এর আগে সে টপ অর্ডারে ব্যাট করেছে। কিন্তু প্রধান কোচের সঙ্গে এই ব্যাপারে আমাদের এখনও কথোপকথন হয়নি। এই মুহূর্তে, এটি সত্যিকার অর্থেই কেবল পর্যবেক্ষণ পর্বের শুরু। আমি মনে করি, ইমার্জিং দলের খেলোয়াড়দের সঙ্গে সে খেলার সুযোগ পাবে। তবে যেকোনো ব্যাটারের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়... তার মূলধন হলো রান। সে দেখতে কেমন এবং সে কী কী করতে পারে এসব একেবারেই অপ্রাসঙ্গিক। যে জিনিসটা তাকে দলে সুযোগ দেয় তা হলো রান। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।'

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

45m ago