ঢাকায় প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা প্রস্তুতি বৈঠক আজ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন

জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্রথম ২ দিনের প্রস্তুতিমূলক বৈঠক আজ রোববার ঢাকায় শুরু হবে। এতে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) জঁ-পিয়ের লাক্রোয়া উপস্থিত থাকবেন।

গত শুক্রবার মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, '২০২৩ সালের ৫ ও ৬ ডিসেম্বর ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠেয় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে যে ৪টি বিষয়ভিত্তিক ধারাবাহিক সম্মেলন অনুষ্ঠিত হবে- এটি এর প্রথমটি।'

বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ের সহ-আয়োজক হওয়া প্রস্তুতিমূলক সম্মেলনটির মূল প্রতিপাদ্য হচ্ছে- 'জাতিসংঘ শান্তিরক্ষায় নারী'।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে লাক্রোয়া এই বৈঠকে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তিনি শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের কাঠামোসহ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দেশগুলোর চলমান সমর্থন নিয়ে আলোচনা করবেন।

২ দনের বৈঠকটি জাতিসংঘ শান্তিরক্ষায় নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ ও জেন্ডার-সচেতন নেতৃত্বকে উৎসাহিত করতে অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভালো অনুশীলন নিয়ে আলোচনা করতে সেনা ও পুলিশ  প্রেরণকারী দেশগুলোর প্রতিনিধি ও জাতিসংঘ শান্তিরক্ষা বিশেষজ্ঞদের স্বাগত জানাবে।

জাতিসংঘের মতে, জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের এই বৈঠক সদস্য রাষ্ট্রগুলোর জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যে দেশে তাদের সেবা দিচ্ছে- তার প্রভাবকে জোরদার করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ।

অ্যাকশন ফর পিসকিপিং (এ৪পি+) ও ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজির মাধ্যমে চলমান পর্বের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রমের উন্নতির জন্য সুনির্দিষ্ট ব্যবস্থার ওপর আলোচনা করা হবে।

বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী দেশগুলোর অন্যতম।

Comments

The Daily Star  | English

Earlier bribe was Tk 1 lakh, now it’s Tk 5 lakh: Fakhrul

BNP leader Fakhrul highlights escalating bribery, blames lack of good governance and police reform

4h ago