মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ শিগগিরই ভালো খবর পাবে: পররাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ শিগগিরই ভালো খবর পাবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ শিগগিরই মানবাধিকার ইস্যুতে ভালো খবর পাবে।

আজ বুধবার সিলেটে নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু। তারাও আমাদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায়। বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী।'

পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরও বলেন, যে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রে যেসব ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, তা খতিয়ে দেখছে তারা।

তিনি বলেন, 'অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ।'

মন্ত্রী বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী। তাই যুক্তরাষ্ট্র থেকে ঘন ঘন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন।'
 

Comments

The Daily Star  | English

1 killed in attack on ‘darbar sharif’ in Rajbari

Grave desecrated, corpse exhumed, burnt; govt terms incident ‘abhorrent’, ‘despicable’

2h ago