টেকনাফে পাহাড় থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্ত হয়েছে। মরদেহটি শরিয়তপুরের নড়িয়া উপজেলার নজরুল ইসলাম নয়নের।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মরদেহের পরিচয় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

ওসি বলেন, নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। বিষয়টি নড়িয়া থানাকে অবহিত করা হয়েছে। নিহত নয়ন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঈদের দিন গত বৃহস্পতিবার সকালে এই যুবককে পাহাড় সংলগ্ন রাস্তা দিয়ে ঘুরতে দেখেছেন অনেকেই। স্থানীয় লোকজনের ভাষ্য -যুবককে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় টেকনাফ সদরের কেরুনতলী সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি উদ্ধারের সময় টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার জানিয়েছিলেন, রাখাল ছেলেরা পাহাড়ের ভেতর গরু আনতে গিয়ে একটি গাছের সঙ্গে এক ব্যক্তির মরদেহ ঝুলে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Comments

The Daily Star  | English

When homes become killing grounds

Husbands killed 19 women on average each month this year

18m ago