সিরাজগঞ্জে ইউনিয়ন যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার তারাকান্দি গ্রামের চরাঞ্চলের একটি বাড়ি থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে দুর্গম চরাঞ্চলের ওই বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বপন উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্বপনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত এক মাস ধরে স্বপন চরের ওই বাড়িতে বসবাস করছিলেন। তিনি গরু-ছাগল দেখাশোনা করতেন। ওই বাড়ির মালিক তার বন্ধু সারজিল সম্পদ।

প্রায় প্রতি বুধবার স্বপন বাড়ি এসে বাড়ির বাজার করে আবার ফিরে যেতেন। কিন্তু গত বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, জানান তারা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মরদেহ ফুলে গেছে, মাথার চুল উঠে যাচ্ছে। তবে গরু-ছাগল খোয়া যায়নি। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে স্বপনের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নূরে আলম বলেন, 'মরদেহ পচতে শুরু করেছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও বিষয়টি নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

Comments