জীবন ভীষণ সুন্দর, যদি অর্থবহ করা যায়: জয়া আহসান

‘জন্মদিন হইচই করে পালন করা হয় না। কিন্তু পরিবারের সদস্যরা গতকাল রাতেই আমাকে সঙ্গে নিয়ে কেক কেটেছেন।’
জয়া আহসান। ছবি: স্টার

বাংলাদেশ ও ভারতীয় বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনটি তিনি কাটিয়েছেন পরিবারের সঙ্গে।

এর পাশাপাশি সকাল থেকেই ভক্ত ও কাছের মানুষদের ভালোবাসায় সিক্ত হয়েছেন জয়া।

জন্মদিন উপলক্ষে জয়ার পছন্দের খাবার রান্না করেছিলেন তার মা। এ বিষয়ে জয়া বলেন, 'ঈদের দিন থেকেই মায়ের হাতের স্পেশাল খাবার খাচ্ছি। জন্মদিন উপলক্ষেও মা স্পেশাল রান্না করেছেন, সব আমার পছন্দের খাবার।'

জয়া আহসান। ছবি: সংগৃহীত

পছন্দের খাবার সম্পর্কে জানতে চাইলে জয়া বলেন, 'আম-দুধ আমার খুব প্রিয় খাবার। আরও অনেক খাবারই পছন্দের। এ ছাড়া, মালাই চা খুব পছন্দ করি।'

বিশেষ দিনটি নিয়ে তিনি বলেন, 'সত্যি কথা বলতে, জন্মদিন হইচই করে পালন করা হয় না। কিন্তু পরিবারের সদস্যরা গতকাল রাতেই আমাকে সঙ্গে নিয়ে কেক কেটেছেন। এ ছাড়া, কাছের মানুষ, বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন রাত থেকেই। মানুষের এত এত ভালোবাসা ভালো লাগে।'

তিনি আরও বলেন, 'ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি উপভোগ করেছি। বৃষ্টির শব্দ ভালো লাগে। বৃষ্টি পড়া দেখতেও ভালো লাগে।'

ছবি: ফেসবুক থেকে নেওয়া

জীবনকে কীভাবে দেখেনে? এমন প্রশ্ন শুনে এই শিল্পী বলেন, 'জীবন ভীষণ সুন্দর। জীবন অনেক সুন্দর, যদি তা অর্থবহ করা যায়। জীবনকে কর্ম দিয়ে অর্থবহ করতে পারলেই সত্যিকারের সুন্দর হয়ে উঠে।'

জয়া আহসানের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন সিনেমা 'অর্ধাঙ্গিনী'। ভারতীয় বাংলা এই সিনেমাটি কলকাতার দর্শকদের মন জয় করেছে। টানা পঞ্চম সপ্তাহে সিনেমাটি চলছে কলকাতার হলে।

এ বিষয়ে জয়া বলেন, 'সিনেমাটি খুব ভালো চলছে। দর্শকরা আপন করে নিয়েছে অর্ধাঙ্গিনীকে।'

সিনেমাটি সম্পর্কে তিনি আরও বলেন, 'সিনেমাটির প্রচারের জন্য বেশ কিছু দিন ছিলাম কলকাতায়। সরাসরি দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago