হায়দরাবাদের দর্শনীয় ৫ স্থান

ছবি: সংগৃহীত

ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার মিশেলে দারুণ এক শহর ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদ। সমৃদ্ধ ঐতিহ্য, সুস্বাদু খাবার ও আতিথেয়তার জন্য পরিচিত এই শহর দর্শনার্থীদের বিমোহিত করে। হায়দরাবাদ ভ্রমণের পরিকল্পনা করে থাকলে এই শহরের বিশেষ ৫টি দর্শনীয় স্থান ঘুরে আসতে ভুলবেন না যেন।

চারমিনার

হায়দরাবাদের পুরনো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাচীন মসজিদ চারমিনার। প্রায় ৫০ ফুট উচ্চতাবিশিষ্ট ৪টি মিনারে সুসজ্জিত চারমিনারে রয়েছে একটি মসজিদ এবং ৪৫টি প্রার্থনা স্থান। পর্যটকদের জন্য সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা এটি উন্মুক্ত থাকে। প্রবেশমূল্য ভারতীয়দের জন্য জনপ্রতি ৫ রুপি এবং বিদেশি নাগরিকদের জন্য জনপ্রতি ১০০ রুপি।  

গোলকুন্ডা দুর্গ

হায়দরাবাদের ব্যস্ত নগর থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত গোলকুন্ডা দুর্গ। বেশ কয়েকটি রাজবংশের রাজত্বের ধ্বংসাবশেষ দেখা যায় এখানে।

একাধিক দুর্গের স্তর, অস্ত্রাগার, পত্রিকা, মসজিদ, শস্যভাণ্ডার, জলাধার, শ্রোতা কক্ষ দুর্গটির প্রধান আকর্ষণ। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা খোলা থাকে এটি। প্রবেশমূল্য ভারতীয়দের জন্য জনপ্রতি ৫ রুপি, বিদেশি নাগরিকদের জন্য জনপ্রতি ১০০ রুপি। লাইট ও সাউন্ড শোর জন্য জনপ্রতি ১৩০ রুপি এবং ভিডিওগ্রাফির জন্য ক্যামেরা প্রতি ২৫ রুপি দিতে হয়।

রামোজি ফিল্ম সিটি

সিনেমার চমৎকার থিম এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুন্দর একটি স্থান রামোজি ফিল্ম সিটি। এখানে রয়েছে বিভিন্ন বয়সীদের জন্য উপযোগী বিনোদনের নানা উপকরণ। আছে ফিল্ম স্টুডিও ভ্রমণ, মাল্টি-কুইজিন রেস্তোরাঁ, শপিং ভেন্যু, বাচ্চাদের পার্ক, পাখি পার্কসহ অনেক কিছু। এটি সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকে।

হোসেন সাগর লেক

হোসেন সাগর লেক একটি কৃত্রিম লেক, যা ১৫৬২ সাল থেকে হায়দরাবাদ এবং সেকেন্দ্রাবাদ শহরের শোভা বর্ধন করে আসছে। সন্ধ্যাবেলায় মনোরম বাতাসে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটির নাম বিশেষভাবে উল্লেখ করা হয়।

লেকের কেন্দ্রস্থলে স্থাপিত বুদ্ধমূর্তিটি আকর্ষণে বাড়তি মাত্রা যোগ করে। এটির পাশেই বিনোদন পার্ক লুম্বিনি। এ ছাড়া বোটিং এবং ওয়াটার স্পোর্টসের সুবিধা পাওয়া যায়। সপ্তাহের প্রতিদিনই দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। বোটিংয়ের জন্য জনপ্রতি মূল্য ১০ রুপি। 

বিরলা মন্দির

হোসেন সাগর লেকের দক্ষিণ প্রান্তে অবস্থিত বিরলা মন্দির। এটি নওবত পাহাড়ের যমজ টিলা কালা পাহাড়ের উপরে নির্মিত একটি মনোমুগ্ধকর আধুনিক মন্দির। মার্বেলে নির্মিত রামায়ণ এবং মহাভারতের মহাকাব্যের দৃশ্য দেখা যায় এই উপাসনালয়ে। ওডিশা এবং দক্ষিণ ভারতীয় মিশ্র স্থাপত্যশৈলীর মন্দিরের ভেতরে রয়েছে তিরুপতি ভেঙ্কটেশ্বরের ১১ ফুট লম্বা প্রতিরূপ। সকাল ৭টা থেকে দুপুর ১২টা, দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশের অনুমতি পাওয়া যায় এখানে।

Comments

The Daily Star  | English

Arrest of Nusraat Faria 'mockery' of judicial process: NCP

Demands visible progress into the trial of the July killings by next July

11m ago