আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্ত, ২৯০ মরদেহ উদ্ধার

ভারতে বিমান বিধ্বস্ত
উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার স্থানে ফায়ার ফাইটাররা কাজ করছেন। ছবি: রয়টার্স

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ থেকে ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজের আরোহীদের পাশাপাশি মাটিতে থাকা অনেকেও নিহত হয়েছে। 

আরোহীদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১১এ সিটে থাকা সেই যাত্রীর নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি একজন ব্রিটিশ নাগরিক।

ভারতের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া উড়োজাহাজটি স্থানীয় বি.জে. মেডিকেল কলেজ হোস্টেলের ডাইনিংয়ের উপর বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ভেতরে থাকা অনেক মেডিকেল শিক্ষার্থীও নিহত হয়েছেন। 

বার্তা সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, উড়োজাহাজের কেউ আর জীবিত নেই বলে ধারণা করছেন আহমেদাবাদের পুলিশ প্রধান।

পুলিশ প্রধানের বরাত দিয়ে বিবিসি জানায়, দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের কতজন বিমানের আরোহী এবং কতজন মাটিতে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের (এফএআইএমএ) জানিয়েছে, ৫০ থেকে ৬০ জন মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত পাঁচজন শিক্ষার্থী নিখোঁজ ও অন্তত দুজনকে নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, উড়োজাহাজে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।

দুর্ঘটনার পর আহমেদাবাদের মেঘানিনগর এলাকার ধরপুর থেকে ঘন-কালো ধোঁয়া দেখা যাচ্ছিল।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যান। অন্যান্য জরুরি সেবাদাতা সংস্থার কর্মীদেরও প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হচ্ছে।

কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনার কারণ জানায়নি।

তবে দুর্ঘটনার বিষয়ে এয়ার ইন্ডিয়া সামাজিক মাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করেছে।

উড়োজাহাজ সংস্থাটি জানায়, পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। 

Comments

The Daily Star  | English

Fizz, Emon guide Tigers to commanding win

Emon's notched up his second half-century in the format, an unbeaten 39-ball 56, featuring five sixes and three fours to guide his side to victory with 27 balls to spare. 

4h ago