ব্রাহ্মণবাড়িয়ায় ৪ বেসরকারি হাসপাতালকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশ আর মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় চারটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে শহরের কুমারশীল মোড় এলাকার এই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. মোশাররফ হোসেন অভিযান পরিচালনা করেন। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী সার্জন ডা. সম্বিতা চক্রবর্তী এ সময় সেখানে ছিলেন।
সহকারী কমিশনার মো. মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, কুমারশীল মোড় এলাকায় অবস্থিত নবজাতক শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আল-খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটাল ও আলিফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার—এই চারটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখা গেছে। এছাড়া তারা মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করেছেন বলে প্রমাণ মিলেছে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নবজাতক শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটালকে ১০ হাজার টাকা, আল-খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার টাকা ও আলিফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় আরও কয়েকটি ক্লিনিককে সর্তক করা হয়।
Comments