সীতাকুণ্ডে ৩ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ চা জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ চা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম, সীতাকুণ্ড, চা, ভ্রাম্যমাণ আদালত,
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ চা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার স্থানীয়দের উপস্থিতিতে এসব চা ধ্বংস করেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও ৭০ বস্তা লেবেলহীন চা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। বস্তার গায়ে চায়ের মেয়াদ, কোন বাগানের চা, কোন নিলামে ক্রয় করা হয়েছে, কীভাবে ক্রয় করা হয়েছে কিছুই উল্লেখ ছিল না।

বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মোহাম্মাদ রুহুল আমীন বলেন, 'আছিব ব্রাদার্সের বিরুদ্ধে ভালো চায়ের বস্তায় নিম্ন মানের চা সংরক্ষণ ও ব্যবসায়ীদের মাধ্যমে ভোক্তা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার অভিযোগের প্রমাণ পেয়েছে আদালত। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে চা বোর্ড।'

এর আগে, গত রোববার প্রতিষ্ঠানটিতে অভিযানে চালিয়ে প্রায় দেড় হাজার কেজি পচা চা ধ্বংস করা হয়।

Comments