১ বছরের সাজা এড়াতে ১১ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেনীর ছাগলনাইয়ায় পৃথক দুই মামলায় ১ বছর করে কারাদণ্ড পাওয়ার পর ১১ বছর পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. নুরুল আলম (৩৭)। তিনি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ কুহুমা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

আজ রোববার দুপুরে নুরুলকে তার নিজের এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ফেনী আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, নুরুলের বিরুদ্ধে ২০১২ সালে সাজা ঘোষণা করেন আদালত। তখন থেকে তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আরেকটি মামলায় তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ ২৬ হাজার টাকা অর্থদণ্ড দেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ নুরুল আলমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

53m ago