২০২৭ বিশ্বকাপের পর দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ বন্ধের সুপারিশ!

ছবি: ফিরোজ আহমেদ

কোন সমীকরণ ছাড়া একের পর দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে অর্থ খুঁজে পাচ্ছে না মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা ২০২৭ সালের বিশ্বকাপের পর ছেলেদের ওয়ানডে ক্রিকেট কমিয়ে আনার পক্ষে। বিশ্বকাপের বছর ছাড়া দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ বন্ধ করারও সুপারিশ করেছে।

এমসিসিরি ক্রিকেট কমিটির সভায় এই বিষয়ে আলাপ করে এমন পর্যালোচনা আসে। ক্রিকেট কমিটির সভাপতি  ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং। সদস্য কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, হিদার নাইট, রমিজ রাজা, জাস্টিন ল্যাঙ্গার, ঝুলন গোস্বামী ও এউইন মরগান এই ব্যাপারে আলাপ করেন।

তাদের আলাপের ভিত্তিতে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমসিসি। প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এমসিসির বর্তমান ক্রিকেট কমিটি বিশ্বকাপের বাইরে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। ২০২৭ সাল পর্যন্ত চলমান এফটিপির পরই নতুন চিন্তা করতে বলছে তারা।

এমসিসির ক্রিকেট কমিটির মতে, ওয়ানডে কমিয়ে আনলে মান বেড়ে যাবে এই সংস্করণের। খেলোয়াড়দের উপর অহেতুক খেলার ধকলও পড়বে না। সবগুলো খেলাই হবে অর্থপূর্ণ, প্রাসঙ্গিক।

ওয়ানডে কমিয়ে দিলেও টেস্টের গুরুত্ব আরও বাড়াতে বলছে তারা। টেস্ট ক্রিকেটের জন্য তহবিল গঠন করতে বলছে তারা।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেড়ে যাওয়ায় অনেক দ্বি-পাক্ষিক সিরিজে খেলতে চাইছেন না ক্রিকেটাররা। অনেকে ওয়ানডে ছেড়েও দিচ্ছিলেন। ওয়াসিম আকরাব, রবি শাস্ত্রীর মতো কিংবদন্তিরা ওয়ানডের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে আসছিলেন।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

5h ago