আওয়ামী লীগের 'শান্তি সমাবেশ'

‘বিএনপির এক দফা হচ্ছে মানুষ পোড়ানো’

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু হয়েছে। ছবি: পলাশ খান/স্টার

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের 'শান্তি সমাবেশ' শুরু হয়েছে।

আজ বুধবার বিকেল ৩টায় 'সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে' এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশ ঘিরে দুপুর ১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, 'বিএনপির এক দফা হচ্ছে মানুষ পোড়ানোর এক দফা, মাননীয় প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানো, নির্বাচিত সরকারকে উৎখাত করা।'

তিনি বলেন, 'আমরা যখন শান্তি সমাবেশ করছি সেখান থেকে দুই কিলোমিটার দূরে দেশ বিরোধী শক্তি বিএনপি তথাকথিত এক দফা দাবিতে সমাবেশ করছে। আজকে বিএনপি ক্ষমতা দখলের মোহে এতটাই বিভোর যে তারা সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, নির্বাচন মানে না। তারা হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে ক্ষমতায় আসতে চায়।'

'কোন বিদেশি শক্তির সুপারিশে গণতন্ত্র আসে নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফলেই দেশে গণতন্ত্র এসেছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

44m ago