শান্তি সমাবেশ

আমাদেরও দফা একটা, শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়: কাদের

ওবায়দুল কাদের
আজ বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের | ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের আমলেই নির্বাচন হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি ১ দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও দফা ১টা, শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়। নির্বাচন শেখ হাসিনা সরকারের আমলেই হবে। শেখ হাসিনা নেতৃত্ব দেবেন। বাংলাদেশের জনগণ যাকে ভালোবাসে, বাংলাদেশের জনগণ যে নেত্রীর সততাকে পছন্দ করে যে নেত্রীর উন্নয়নকে পছন্দ করে। তিনি সারা রাত জেগে মানুষের কথা ভাবেন, রাত ২টায় ফোন করেও যাকে পাওয়া যায় আমাদের এমন নেতা আমরা হারাতে পারি না।'

তিনি বলেন, 'বিএনপি জানে, নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে। সে জন্য তারা শেখ হাসিনাকে হিংসা করে, ঘৃণা করে।'

'তারা পদ্মা সেতু চায়নি, মেট্রোরেল-এলিভেটেড এক্সপ্রেসওয়ে-চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল চায়নি। যারা ১ দিনে ১০০ সেতুর উদ্বোধন চায়নি, রূপপুর প্রকল্প যাদের পছন্দ নয়, সারা দেশে রাস্তাঘাটের যে উন্নয়ন সে উন্নয়ন যাদের পছন্দ নয় তারা শেখ হাসিনাকে পছন্দ করে না। শেখ হাসিনার অপরাধ—উন্নয়ন করেছে, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে,' বলেন কাদের।

আওয়ামী লীগের ১ দফা সংবিধানসম্মত নির্বাচন উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, 'এই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। কোনো বাধা দেবো না। কাউকে আক্রমণ করতে যাব না।'

ঢাকায় সফররত বিদেশি প্রতিনিধিদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, 'আপনারা চান সুষ্ঠু, অবাধ, ফ্রি-ফেয়ার ইলেকশন। আমাদেরও লক্ষ্য ফ্রি-ফেয়ার ইলেকশন কিন্তু এই ফ্রি-ফেয়ার ইলেকশনকে যারা বাধা দিতে আসবে আমাদের তাদের প্রতিহত করব।'

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'মাঠ ছাড়বেন না। যখনই ডাক দেবো শেখ হাসিনার নির্দেশে তখনই আপনারা মাঠে চলে আসবেন। বাংলাদেশ কোনো অপশক্তির সঙ্গে আপস করবে না। আমার মায়ের কোল যারা খালি করেছে, যারা আমার দেশে অগণিত মানুষের রক্ত ঝরিয়েছে, যাদের হাতে রক্তের দাগ, তাদের সঙ্গে আপস হবে না। তাদের সঙ্গে আপস নয়।'

Comments

The Daily Star  | English

One stabbed among at least four injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

1h ago