ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত, বিদ্যুৎ ব্যাহত হচ্ছে না

ফাইল ছবি

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি করতে ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত করা হয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে না।

শনিবার বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, 'পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে।'

'ইতোপূর্বে ঘোষিত সূচি অনুযায়ী আগামীকাল থেকে এই কাজ শুরু হওয়ার কথা ছিল। কাজের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে,' জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago