‘অর্ধাঙ্গিনী’র জন্য দর্শকদের সাড়া পেয়ে সত্যিই কৃতজ্ঞ: জয়া আহসান

জয়া আহসান
জয়া আহসান। স্টার ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতীয় বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী জয়া আহসানের পশ্চিমবঙ্গে সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা 'অর্ধাঙ্গিনী'। টানা ৬ সপ্তাহ দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে এখন সপ্তম সপ্তাহে  এসেও দর্শক ধরে রেখে প্রদর্শিত হচ্ছে ।

'অর্ধাঙ্গিনী'   সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙুলি। জয়া আহসান আরও আগে একই পরিচালকের ২টি সিনেমায় অভিনয় করেছেন। এবারের সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ ও সাড়া এই অভিনেত্রীকে মুগ্ধ করেছে।

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কলকাতায় অর্ধাঙ্গিনী'র রেকর্ড প্রসঙ্গে জয়া আহসান বলেন, 'দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। দর্শকদের প্রতি ভালোবাসার শেষ নেই। যেভাবে অর্ধাঙ্গিনী'র জন্য তারা সাড়া দিয়েছেন, সত্যিই কৃতজ্ঞ।'

তিনি আরও বলেন, 'অর্ধাঙ্গিনী মুক্তির পর থেকেই দর্শকরা প্রেক্ষাগৃহে আসছেন, প্রশংসা করছেন। মনভরে গেছে। এছাড়া টানা ৬ সপ্তাহ দর্শকরা সিনেমাটির ছিলেন। এখন সপ্তম সপ্তাহেও আছেন।'

জয়া আহসান কলকাতার সিনেমায় অভিনয় করছেন ১০ বছর ধরে। আবর্ত সিনেমা দিয়ে সেখানে অভিনয়জীবন শুরু করেন। তারপর গত ১০ বছরে আলোচিত, প্রশংসিত ও সাড়া জাগানো বেশ কিছু সিনেমা সেখানে করেছেন।

কলকার দর্শকদের ভালোবাসা যেমন পেয়েছেন, পুরস্কারও পেয়েছেন।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

17h ago