ঢাকা-জাপান বিমানের সরাসরি ফ্লাইট শুরু ১ সেপ্টেম্বর

দ্য ডেইলি স্টারে প্রতিবেদন প্রকাশের পর বিমানের তদন্ত কমিটি

জাপানের নারিতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ উপলক্ষে মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু করেছে বিমান।

রাষ্ট্রীয় এ সংস্থাটি বলছে, বিশেষ মূল্য ছাড়ে ঢাকা-নারিতা রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত এই ছাড় অব্যাহত থাকবে।

ঢাকা-নারিতা ওয়ানওয়ে টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪৯ হাজার ১০০ টাকা। ফিরতি টিকিটসহ মূল্য পড়বে ৮৪ হাজার ৪৯৬ টাকা। 
নারিতা থেকে ঢাকায় ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ২৫ হাজার ৭৮৭ টাকা (জনপ্রতি ৩৩ হাজার ৮০০ জাপানি ইয়েন)। ফিরতি টিকিটের সর্বনিম্ন মূল্য পড়বে ৫৬ হাজার ১৪ টাকা বা ৭৩ হাজার ৩৪০ জাপানিজ ইয়েন।

অফার চলাকালে বিশেষ ছাড়ের টিকিট ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে বিমান।

অফার শেষ হওয়ার পরে ঢাকা থেকে এই রুটের সর্বনিম্ন একমুখী ভাড়া ৭০ হাজার ৮২৮ টাকা থেকে শুরু হবে এবং ফিরতি টিকিটের মূল্য শুরু হবে জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা থেকে।

ঢাকা ছাড়াও কাঠমান্ডু, দিল্লি ও কলকাতার যাত্রীরা বিশেষ মূল্যে টিকিট কিনতে পারবেন।

ঢাকা থেকে বিমানের ফ্লাইটগুলো প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে নারিতার উদ্দেশে ছেড়ে যাবে। নারিতা থেকে ফ্লাইটটি প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে স্থানীয় সময় সকাল ১১টায় ছাড়বে।

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের সর্বশেষ মডেল দিয়ে নারিতা ফ্লাইট পরিচালনা করা হবে।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

3h ago