ত্রিপুরায় বাংলাদেশিদের প্রবেশে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক

আখাউড়া
আখাউড়া স্থলবন্দর। স্টার ফাইল ফটো

ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশিদের প্রবেশে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।

রাজ্যের স্থলবন্দর আখাউড়া (আগরতলা), শ্রীমন্তপুর (সোনামুড়া) ও বিলোনিয়ার কাস্টমস স্টেশনে ইতোমধ্যে হেলথ ডেস্ক খুলেছে ত্রিপুরা সরকার। 

ত্রিপুরায় প্রবেশ করা সব বাংলাদেশিদের চেকপোস্টেই বাধ্যতামূলক ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে বলে আজ মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।

রাজ্যের সিপাহিজালা জেলার সোনামুড়ার সীমান্তবর্তী গ্রামগুলোতে সম্প্রতি ডেঙ্গুর আকস্মিক প্রাদুর্ভাবের পর গতকাল সোমবার থেকে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়।

রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তাৎক্ষণিকভাবে ডেঙ্গু শনাক্ত করতে পারে। 

তবে এখন পর্যন্ত কোনো বন্দরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। পরীক্ষার পর নিশ্চিত হয়েই গতকাল থেকে বাংলাদেশিদের ত্রিপুরা প্রবেশে অনুমতি দেওয়া হয় বলে তারা জানান।

গত ২ দিনে সোনামুড়ায় ৪৩ জনের এবং শহরের উপকণ্ঠে শেখেরকুট এবং মোহনপুরে অন্তত ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। 
রাজ্যের স্বাস্থ্য বিভাগ সোনামুড়ার দুর্গত এলাকার প্রতিটি গ্রামে মেডিক্যাল ক্যাম্প করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সহায়তাসহ অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোনামুড়ার অপর পাশে বাংলাদেশের গ্রামে সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং এর মাধ্যমে ত্রিপুরায় ডেঙ্গু ছড়িয়ে যেতে পারে। 
 

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

11h ago