বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়লেন তামিম

তামিম ইকবাল। ছবি: ফিরোজ আহমেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসরের সিদ্ধান্ত পাল্টে ফেলা তামিম ইকবাল ফিরলেন না নেতৃত্বে। দলের স্বার্থে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা এই বাঁহাতি ওপেনার আসন্ন এশিয়া কাপেও খেলবেন না।

ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসেন তামিম। আলোচনা শেষে গণমাধ্যমের কাছে অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তামিম। সেসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাপন ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

নেতৃত্ব থেকে পদত্যাগের ঘোষণায় তামিম বলেছেন, 'আপনারা জানেন যে আজ (বৃহস্পতিবার) আমার একটি গুরুত্বপূর্ণ সভা ছিল বোর্ড সভাপতি ও জালাল ভাইয়ের সঙ্গে। আমরা অনেক আলোচনা করেছি সব কিছু নিয়ে। আমার কী সমস্যা ছিল, সামনে কী হবে এসব নিয়ে। আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমি নিজে থেকেই তাদেরকে বলেছি, তাদেরকে কারণও জানিয়েছি। আজ আমি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি।'

পিঠের নিচের অংশের চোটে অনেক দিন ধরে ভুগছেন তামিম। এই বিষয়টি তার অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে প্রভাব রেখেছে, 'চোট একটি ইস্যু। এই মুহূর্তে আমি ইনজেকশন দিয়ে এসেছি। এই ইনজেকশনগুলোও কিন্তু হিট অর মিসের মতো (সফলতা আসতে পারে, আবার নাও পারে)... আমি আমার সমস্যাগুলো তাদেরকে বলেছি। আমি সব সময়ই একটা কথা বলি যে সব কিছুর ঊর্ধ্বে আমি সব সময় দলের কথা চিন্তা করেছি। আমার মনে হয়, দলের কথা চিন্তা করে আমার পদত্যাগ করাটাই হবে সম্ভাব্য সবচেয়ে ভালো ব্যাপার।'

প্রধানমন্ত্রীকেও ফোনে নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছেন তামিম, 'আমরা একসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। তাকে আমার বার্তাটা দিয়েছি। তিনি বুঝেছেন, আর আমাকেও যা বলার তা সুন্দর করে বুঝিয়ে বলেছেন। তবে মূল বিষয় হলো এটা যে দলের ভালোর জন্য আমার অধিনায়কত্ব থেকে পদত্যাগ করা উচিত, স্রেফ একজন খেলোয়াড় হিসেবে খেলায় মনোযোগী হওয়া উচিত এবং যখনই সুযোগ আসে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করা উচিত।'

তামিমের চোটের বর্তমান পরিস্থিতি নিয়ে জালাল বলেছেন, 'তামিমের (মেরুদণ্ডের) এল ফোর ও এল ফাইভে (কশেরুকা) ইস্যু আছে। অনেক দিন ধরে সে এই চোটে ভুগছে। প্রায় এক বছরের বেশি হবে সে চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে, অনেক চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। সম্প্রতি সে লন্ডনে গিয়েও কথা বলেছে। সেখানে তার নির্ণয় করা গেছে।'

চোটের কারণেই এশিয়া কাপে তামিম খেলতে পারবেন না বলে জানিয়েছেন এই বিসিবি কর্মকর্তা, 'আমাদের দল এশিয়া কাপের জন্য আগামী ২৬ অগাস্ট (শ্রীলঙ্কায়) চলে যাবে। দেখা যাচ্ছে যে তামিমের পক্ষে এশিয়া কাপে ফেরা সম্ভব হচ্ছে না, চোটের কারণে। এর মধ্যে আমরা তামিমসহ (বিসিবির প্রধান চিকিৎসক) দেবাশীষ (চৌধুরী), (ফিজিও) বায়েজিদ (বায়েজিদুল ইসলাম) ও মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। তারাও পরামর্শ দিয়েছে যে তামিমকে এশিয়া কাপে ফেরানোটা সম্ভব হবে না।'

তামিম সরে দাঁড়ানোয় ওয়ানডে দলের জন্য নতুন অধিনায়ক বেছে নিতে হবে বিসিবিকে। জালাল বলেছেন, 'অধিনায়ক কে হবেন পরবর্তীতে আমরা জানিয়ে দিব।'

গত ৫ জুলাই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের পর আচমকা অবসরের ঘোষণা দেন তামিম। সেই ম্যাচটিই হয়ে থাকল তার নেতৃত্বের শেষ ম্যাচ। বাংলাদেশকে ৩৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে তিনি জয়ের দেখা পান ২১টিতে, হারেন ১৪টিতে। বাকি দুটি ম্যাচে কোনো ফল আসেনি। অন্তত পাঁচটি ওয়ানডেতে অধিনায়কত্ব করা ক্রিকেটারদের মধ্যে জয়-পরাজয়ের শতকরা হারে বাংলাদেশের সফলতম অধিনায়ক তিনি।

প্রধানমন্ত্রীর কথায় অবসরের ঘোষণার পরদিনই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তামিম। সেই সঙ্গে দেড় মাসের ছুটি পান তিনি। এরপর পরিবারের সঙ্গে দুবাইয়ে চলে যান। সেখান থেকে লন্ডনে গিয়ে পিঠের চোটের জন্য চিকিৎসকের শরণাপন্ন হন তামিম। তাকে দুই দফায় ইনজেকশন নিতে হয়। এরপর গত সোমবার তিনি দেশে ফিরে আসেন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

7h ago