বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আসন্ন এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। এর ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, প্রতিপক্ষ ইউরোপিয়ান দল নেদারল্যান্ডস।
সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ৩০ আগস্ট শুরু হবে এই টি-টোয়েন্টি সিরিজ, যার তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বিসিবির দেওয়া সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। সফরের তিনদিন পর, ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম ম্যাচ। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
এই সিরিজের আগে এশিয়া কাপকে ঘিরে বিশেষ প্রস্তুতিতে ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। বিসিবি জানায়, ৬ আগস্ট থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ফিটনেস ক্যাম্প, যেখানে ২৫ জন প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটার অংশ নেবেন।
এরপর ১৫ আগস্ট শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প। ২০ আগস্ট দল যাবে সিলেটে, যেখানে চলবে প্রস্তুতির শেষ ধাপ। সেখান থেকেই নির্বাচিত ক্রিকেটাররা খেলবেন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ।
Comments