রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মানহানি মামলা, ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

হিরো আলম। ছবি: সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

আজ সোমবার রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে মামলাটি করেন তিনি।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে হিরো আলম রুহুল কবির রিজভীর বক্তব্য উল্লেখ করে বলেন, 'বক্তব্য প্রদানকালে তিনি (রুহুল কবির রিজভী) বলেন, "হিরো আলমের মতো একটা অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত, একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।"'

রুহুল কবির রিজভীর এই বক্তব্য হিরো আলম ইউটিউবে শুনেছেন জানিয়ে বলেন, এতে তার মানহানি হয়েছে। এজন্য ৫০ কোটি টাকার ক্ষতিপূরণও দাবি করেন তিনি।

Comments

The Daily Star  | English

Govt officials, law enforcers involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

1h ago