এক বছর পর নিউজিল্যান্ড দলে ফিরলেন বোল্ট

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেও সুযোগ পেলে জাতীয় দলে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি ট্রেন্ট বোল্ট।

কেন্দ্রীয় চুক্তি থেকে গত বছরই নিজেকে সরিয়ে নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। এরপর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। এক বছর পর তাকে ফিরিয়ে এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী এই পেসার।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড জাতীয় দলে কোনো সংস্করণেই দেখা যায়নি বোল্টকে। যদিও কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেও সুযোগ পেলে জাতীয় দলে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তার ইচ্ছার সঙ্গে কোচ গ্যারি স্টেডও তাকে নানা সময়ে ফিরে পাওয়ার কথা বলেছিলেন। সবমিলিয়েই জাতীয় দলে ফের ডাকা হলো তাকে।

বিশ্বকাপকে সামনে রেখে কিছু দিন আগেও বোল্টকে ফেরানোর দাবি ছিল কোচ স্টেড। সে চাওয়াতেই হয়তো বিশ্বকাপ শুরুর দুই মাস আগে বোল্টকে ফিরিয়ে আনলো তারা। তাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত কিউই কোচ, 'ট্রেন্টের ওয়ানডে দলে ফেরাটা দুর্দান্ত ব্যাপার, সে বিশ্বকাপের প্রস্তুতিও নিচ্ছে।'

বোল্টের সঙ্গে চোট কাটিয়ে ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন কাইল জেমিসনও। এর আগে টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন এই পেসার। গত বছরের এপ্রিলে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। আর সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট টেস্টে খেলেছেন গত বছরের জুনে।

ইংল্যান্ড সফরেও দলের নেতৃত্ব থাকবেন ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। যদিও এই সফরে তাদের সঙ্গী হবেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনও। দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চলবে তার।

ইংল্যান্ড সিরিজে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও উইল ইয়াং।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago