‘অনেক সীমাবদ্ধতা নিয়ে শুটিং করি, এই নাটকে তা ছিল না’

নাটকের চরিত্রে আফজাল হোসেন ও ডলি জহুর। ৮০র দশকের পর আবার একসঙ্গে কাজ করলেন তারা। ছবি: সংগৃহীত

চিরসবুজ নায়ক আফজাল হোসেন ১৫ আগস্ট উপলক্ষে নির্মিত অনিমেষ আইচ পরিচালিত 'আবার আসিব ফিরে' নাটকে অভিনয় করেছেন।

নাটকটি আগামীকাল মঙ্গলবার প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে।

নাটকটির বিষয়ে দ্য ডেইলি স্টারকে আফজাল হোসেন বলেন, 'অনিমেষ আইচের কাছ থেকে নাটকের স্ক্রিপ্ট পাওয়ার পর প্রশ্ন করেছিলাম, কাজটি করবে কীভাবে? অনেক আয়োজন তো? প্রশ্নটা করার কারণও আছে। আমরা অনেক সীমাবদ্ধতা নিয়ে শুটিং করি। কিন্তু শেষ পর্যন্ত দেখেছি, এই নাটকে সেসব সীমাবদ্ধতা ছিল না।'

তিনি বলেন, 'নাটকটি বড় পরিসরে হয়েছে। অভিনয়, চরিত্রের সঙ্গে মিশে যাওয়া, চিত্রায়ন—সব মিলিয়ে কঠিন কাজ ছিল পরিচালকের জন্য।'

তিনি আরও বলেন, 'অনেক দিন পর এই নাটকের মধ্য দিয়ে বাংলাদেশ টেলিভিশনের জন্য অভিনয় করা হলো। মাঝে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম।'

নাটকটির গল্প সম্পর্কে চিরসবুজ এই নায়ক বলেন, 'সরল গল্প নয় এটি।   আবার আসিব ফিরে নাটকটি অনেক আবেগের। আর এই নাটকটিতে শুধু গল্প না, অনেক কিছু আছে।'

শুটিংয়ের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, 'ঢাকার বাইরে শুটিং করা, থাকা, খাওয়া—সব মিলিয়ে ভালো লেগেছে। দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে। উপভোগ করেছি কাজটি। শুটিং করেছি অম্বলপুর গ্রামে। অনেক সুন্দর নাম। পুরো গ্রামের মানুষ আমাদের সহযোগিতা করেছেন। যে বাড়িতে শুটিং হয়েছে, তারা অসম্ভব সহযোগিতা করেছেন। তুমুল বৃষ্টি শুরু হওয়ার পর তাদের ঘরে বসে থেকেছি। আমাদের যেন কোনো কষ্ট না হয়, সে জন্য যা করার দরকার তাই করেছে, সাধ্যমতো আপ্যায়ন করেছেন।'

এই নাটকে আফজাল হোসেন ছাড়াও অভিনয় করেছেন ডলি জহুর, ফারুক আহমেদ, শুভাশিস ভৌমিক, ভাবনাসহ আরও অনেকে।

নাটকে আফজাল হোসেনের চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আমি গ্রামের চেয়ারম্যান।' 

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago