পাগলা মসজিদ: ২৩ বস্তায় পাওয়া গেল রেকর্ড ৫ কোটি ৭৮ লাখ টাকা

দানবাক্সে পাওয়া টাকা গণনা চলছে। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮টি দানবাক্সে এবার রেকর্ড ২৩ বস্তায় মোট ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা পাওয়া গেছে।

৩ মাস পর আজ শনিবার সকালে দানবাক্সগুলো খোলা হয়। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত গণনা শেষে এই টাকার পরিমাণ জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এবারের টাকার পরিমাণ সর্বোচ্চ উল্লেখ করে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী জানান, দানবাক্সে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে।

এর আগে মে মাসে যখন দানবাক্স খোলা হয়েছে, তখন পাওয়া যায় ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

তার আগে গত ৭ জানুয়ারি দানবাক্সগুলোতে পাওয়া যায় ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা।

দানবাক্সের টাকা গণনায় প্রশাসনের কর্মকর্তা,  মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামসহ মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংক কর্মী, মসজিদ কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

মানুষের দান থেকে পাওয়া এসব অর্থ পাগলা মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয় বলে জানান মসজিদের খতিব মাওলানা মুফতি খলিলুর রহমান।

 

Comments

The Daily Star  | English

Democracy can’t do without a free press

Political parties have stressed their commitment to ensuring press freedom, recognising it as essential for democracy and good governance, and warning that its absence leads to fascism.

8h ago