স্কুল শিক্ষার্থীদের গালি দিয়ে টিকটক ভিডিও, ২ কিশোর আটক

ছবি: সংগৃহীত

কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের গালাগালি করে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ২ কিশোরকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।

আজ রোববার দুপুরে তাদেরকে আটক করে মুরাদনগর থানায় সোপর্দ করে ডিবি পুলিশ।

জানা গেছে, গত বুধবার কুমিল্লা মুরাদনগর উপজেলার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে দাঁড়িয়ে থাকা নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশ্লীল গালাগালি করে টিকটক ভিডিও তৈরি করে একদল বখাটে কিশোর।

পরে ফেসবুকে একটি পেজ থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী। টিকটকারদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাজেস বড়ুয়া বলেন, 'কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে টিকটকারদের আটক করতে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ দুপুরে তাদের আটক করে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করে টিকটক অ্যাকাউন্ট বন্ধ করা হয়।'

আটকদের মধ্যে একজনের বয়স ১৪ বছর ও আরেকজনের বয়স ১৭ বছর। তাদের একজন চান্দিনা উপজেলার তীরচর গ্রাম ও অন্যজন দাউদকান্দি উপজেলার বীরতলা এলাকার বাসিন্দা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বারি জানান, আটক ২ কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago