শাহজালালে ৬৮ স্বর্ণের বারসহ বিমানের মেকানিক কর্মকর্তা আটক

শাহজালালে ৬৮ স্বর্ণের বারসহ বিমানের মেকানিক কর্মকর্তা আটক
বিমান এয়ারক্রাফট মেকানিক কর্মকর্তা শফিকুল ইসলাম | ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বারসহ বিমান এয়ারক্রাফট মেকানিক কর্মকর্তাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ সোমবার সকালে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গতকাল রাত ১০টার দিকে বিমানবন্দরের হ্যাংগারের সামনে থেকে শফিকুল ইসলামকে (৩৩) আটক করা হয়। স্বর্ণের বারগুলো ওজন প্রায় ৮ কেজি (৭ কেজি ৮৮৮ গ্রাম)।

জিয়াউল হক বলেন, 'গতকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট বিজি ৩৮৩ ঢাকায় অবতরণ করে। সব কার্যক্রম শেষে রাত সাড়ে ৯টায় বিমানটিকে হ্যাংগারের সামনে পার্কিংয়ে রাখা হয়। রাত ১০টায় যখন বিমানে আর কেউ ছিল না, তখন এয়ারক্রাফট মেকানিক শফিকুল ইসলামকে বোয়িং ৭৭৭ মডেলের এই বিমানে উঠতে দেখা যায়। তার চলাচলের ধরন ছিল সন্দেহজনক।'

'কিছুক্ষণের মধ্যেই যখন তিনি নেমে এলে আটক করে হ্যাংগারের সামনেই বিভিন্ন এজেন্সির উপস্থিতিতে তাকে তল্লাশি করা হয়। সে সময় তার কাছে ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়। সে ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে,' বলেন তিনি।

জিয়াউল হক জানান, শফিকুল ইসলাম ২০১৩ সালে ক্যাজুয়াল স্টাফ হিসেবে বিমানে যোগদান করেন এবং ২০১৭ সালে স্থায়ী হন। তিনি খুলনার দৌলতপুর থানার বাসিন্দা।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

4h ago