‘ব্যাকআপ’ পরিকল্পনা থেকে প্রস্তুত হচ্ছেন সাইফরা

Saif Hassan
ছবি: ফিরোজ আহমেদ

এশিয়া কাপের জন্য বাংলাদেশের ১৭ জনের স্কোয়াডের বাইরে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তিনজনকে। এই তিনজনের সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে চলছে আলাদা ক্যাম্প। বিকল্প তৈরি রাখার পরিকল্পনায় আয়োজিত ক্যাম্পে থাকা সাইফ হাসান জানালেন তাদের অনুশীলনের বিস্তারিত।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রোববার থেকে অনুশীলনে ডাকা হয়েছে এশিয়া কাপের দলের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটারকে। স্ট্যান্ডবাই তালিকার সাইফ, তাইজুল ইসলাম ও তানজিম হাসান সাকিব ছাড়াও সেখানে আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, খালেদ আহমেদরা। এছাড়া, মাহমুদউল্লাহ রিয়াদ পারিবারিক কারণে শুরু থেকে যোগ দিতে পারেননি।

সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম আছেন চোট কাটিয়ে খেলার ফেরার লড়াইয়ে। এই কজনের সঙ্গে অনুশীলনে তিনিও নিজেকে প্রস্তুত করবেন। ফিট থাকলে তার আগামী বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় নেই।

বিসিবির কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে এই ক্যাম্পে থাকা বাকিরাও যে বিশ্বকাপের ভাবনায় আছেন তা মোটামুটি পরিষ্কার। তবে এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডের নির্দিষ্ট পজিশনের কেউ ইনজুরিতে পড়লেই কেবল সুযোগ মিলতে পারে তাদের।

সোমবার ব্যাটিং অনুশীলন সেরে গণমাধ্যমের সামনে আসেন ব্যাটার সাইফ। তিনি জানান, জাতীয় দলের সঙ্গে মিল রেখে একই তীব্রতা নিয়ে চলছে তাদেরও প্রস্তুতি, 'আমার মনে হয়, এটা ব্যাকআপ প্ল্যান (বিকল্প পরিকল্পনা)। আমরা স্ট্যান্ডবাই যারা আছি এবং যারা বিশ্বকাপের পরিকল্পনায় আছে, তাদের জন্য আলাদা অনুশীলন, যেন পরবর্তীতে সুযোগ পেলে সবাই প্রস্তুত থাকে।'

'(ক্যাম্পের উদ্দেশ্য হলো) অনুশীলনের তীব্রতা যেন জাতীয় দলের সঙ্গে মিল থাকে (সেই বার্তা দেওয়া)। আর যার যার যে ঘাটতি আছে, সেগুলোয় উন্নতি করা।'

কদিন আগে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ 'এ' দলকে নেতৃত্ব দেন সাইফ। সেই শ্রীলঙ্কাতেই হতে যাচ্ছে এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ। সেখানকার রানপ্রসবা উইকেট সম্পর্কে তার সাম্প্রতিক ধারণাও তুলে ধরেন তিনি, 'আমার মনে হয়, যেসব ম্যাচ খেলেছি, সেমিফাইনাল বাদে সব ম্যাচে ৩০০+ স্কোর হয়েছে। যেহেতু বড় একটা ইভেন্ট আসছে, এরকমই হবে, ৩০০+ রানের উইকেট। আমার মনে হয়, ওভাবেই প্রস্তুত হওয়া উচিত। ৩০০+ রান তাড়ার সামর্থ্য থাকা উচিত আমাদের।'

বিশ্বকাপের বিকল্প হিসেবে তৈরি রাখার কথা বললেও সাইফ ভাবনায় আছেন এশিয়ান গেমসের দলের জন্যও। বিশ্বকাপের সময় চীনে হতে যাওয়া আসরটিতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন এই ক্রিকেটার।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

44m ago