বগুড়ায় ১৫৫ বস্তা সরকারি চালসহ ২ ‘কালোবাজারি’ গ্রেপ্তার
বগুড়া সদর থানাধীন কমলপুর গ্রাম থেকে ১৫৫ বস্তা সরকারি চালসহ ২ কালোবাজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন—মো. মোখলেছার রহমান দিপু (৫৫) ও মো. ফেরদৌস আলম (৩৮)। দিপুর বাড়ি দক্ষিণভাগ এলাকায়। তার বাবা মৃত হবিবুর রহমান। ফেরদৌস দোবাড়ীয়া এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী আলম প্রামানিক (৪২) পালিয়ে যান।
আজ সোমবার বিকেলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইহান ওলিউল্লাহ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাত ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে কমলপুর গ্রামে মীর সেমি অটো রাইস মিল অ্যান্ড কালার সাটার মিল নামে আধাপাকা গুদামের ভেতর থেকে ১৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তার গায়ে "শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ, খাদ্য অধিদপ্তর" লেখা ছিল। প্রতিটি বস্তার নেট ওজন ৩০ কেজি, অর্থাৎ মোট ৪ হাজার ৬৫০ কেজি। ১৫৫ বস্তা চালের অনুমান মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।'
'আসামিরা স্বীকার করেছেন তারা পরস্পরের যোগসাজসে সরকারি চাল অবৈধ পন্থায় কালোবাজারির মাধ্যমে ক্রয়-বিক্রয়ের উদ্দেশে ঘটনাস্থলে মজুত করে রেখেছিলেন। পলাতক আসামিসহ তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে,' বলেন সাইহান ওলিউল্লাহ।
Comments