যশোরে লাইনচ্যুত ট্যাংকার থেকে তেল চুরি, ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ট্যাংকারে কী পরিমাণ তেল ছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি গৌতম।
যশোরে লাইনচ্যুত ট্যাংকার | ছবি: সংগৃহীত

যশোরে ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা অঞ্চল রেলওয়ের নির্বাহী প্রকৌশল গৌতম বিশ্বাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন ভোররাত ৪টার দিকে সদর উপজেলার বসুন্দিয়ার বানিয়ারগাতিতে একটি তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার লাইনচ্যুত হয়। ট্রেনটির পার্বতীপুরে যাচ্ছিল।

যশোরে লাইনচ্যুত ট্যাংকার | ছবি: সংগৃহীত

ট্যাংকার লাইনচ্যুত হওয়ার পরে স্থানীয় লোকজনকে তেল চুরি করতে দেখা যায়। স্টেশন মাস্টার আয়নাল হোসেন জানিয়েছেন, 'তেল চুরির জন্য দলে দলে লোকজন আসা শুরু করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।'

যশোরে লাইনচ্যুত ট্যাংকার | ছবি: সংগৃহীত

গৌতম বিশ্বাস জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে খুলনা থেকে উদ্ধারকারী যান আসে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত ট্রেনের দুটি ট্যাংকার উদ্ধার করা হয়। এরপর সকাল সোয়া ১১টায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, ট্যাংকার থেকে প্রচুর পরিমাণ তেল পড়ে গেছে। সে সময় স্থানীয় বাসিন্দারা অনেকেই সেই তেল নিয়ে গেছেন। নানাভাবে বাধা দিয়েও তাদের নিবৃত করা সম্ভব হয়নি।

তবে ট্যাংকারে কী পরিমাণ তেল ছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি গৌতম।

 

Comments